ফিচার

মহেশ ভাটের জন্ম, বুরহানউদ্দিন রব্বানীর প্রয়াণ

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

Advertisement

২০ সেপ্টেম্বর ২০২১, সোমবার। ০৫ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ

ঘটনা১৬২০- তুরস্কের কাছে যুদ্ধে পরাজিত হয় পোল্যান্ড।১৮৫৪- অবিভক্ত বাংলায় প্রথম ডাকটিকিট বিক্রি শুরু।১৮৭০- ইতালির সেনাবাহিনী ফ্রান্সের কাছ থেকে রোম শহর দখল করে।১৯৪৬- প্রথম কান চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছিল।১৯৭০- সোভিয়েত রকেট লুনা-১৬ চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে।১৯৯২- আহসান মঞ্জিল জাদুঘর সাধারণ দর্শকদের জন্য খুলে দেওয়া হয়।২০০১- ঢাকায় রিকশার বিকল্প হিসেবে পরীক্ষামূলকভাবে ‘সিটি সার্কুলার সার্ভিস’ চালু।

জন্ম১৪৮৬- ইংল্যান্ডের রাজা সপ্তম হেনরির ছেলে আর্থার।১৮৩৩- নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইতালীয় এর্নেস্তো তেওদরো মোনেতা।১৯৪৩- নাইজেরিয়ার সাবেক রাষ্ট্রপতি সানি আবাচা।১৯৪৮- ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার মহেশ ভাট।১৯৫২- ভারতীয় বাঙালি পরমাণু বিজ্ঞানী শেখর বসু।

Advertisement

মৃত্যু১২৪৬- কিয়েভের শাসক মিখাইল।১৮৬৩- জার্মান ভাষাতাত্ত্বিক, আইনজ্ঞ ও পুরাণবেত্তা ইয়াকপ গ্রিম।১৯৩৩- ব্রিটিশ সমাজতান্ত্রিক, ব্রহ্মজ্ঞানী, লেখক ও বক্তা অ্যানি বেসান্ত। ১৯৭৫- নোবেলজয়ী ফরাসি সাহিত্যিক স্যঁ জন পেরস।১৯৮৬- বাঙালি ঐতিহাসিক, ছন্দবিশারদ ও রবীন্দ্রবিশেষজ্ঞ প্রবোধচন্দ্র সেন।২০১১- আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট বুরহানউদ্দিন রব্বানী।

দিবসআন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ক্রীড়া দিবস।

এসইউ/জিকেএস

Advertisement