প্রবাস

মালদ্বীপে একদিনে করোনায় আক্রান্ত ১৬২ জন, সুস্থ ১৪০

মালদ্বীপে একদিনে করোনায় আক্রান্ত ১৬২ জন, সুস্থ ১৪০

মালদ্বীপে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে রাজধানীতে ৪৯ জন। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৩৪৯৪ জন।

Advertisement

২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ১৪০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮১৫৪৪ জন। ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় নিয়মিত সংবাদ বুলেটিনের মাধ্যমে মালদ্বীপের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা এইচপিএ এই তথ্য জানিয়েছে।

সংবাদ সম্মেলন আরও জানানো হয়েছে, শুরু থেকে একন পর্যন্ত মালদ্বীপে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২২৯ জন।

করোনাভাইরাসে এখনো বিপর্যস্ত সারাবিশ্ব। ঘাতক এই ভাইরাসে প্রাণহানি হয়েছে বিশ্বের ৪৭ লাখ মানুষের। তবে কিছুটা কমেছে করোনার তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু ও শনাক্ত কমেছে।

Advertisement

এই সময়ে মৃত্যু হয়েছে ৬ হাজার ৭৬৪ জনের। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ১৬ হাজার ৭৮৪ জনের। আর সুস্থ হয়েছেন চার লাখ ৪২ হাজার ৭৪৬ জন।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, বিশ্বে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৭ লাখ ৪৪ জনের। আর মোট শনাক্ত হয়েছেন ২২ কোটি ৮৯ লাখ ৩৫ হাজার ৮১২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২০ কোটি ৫৫ লাখ ২২ হাজার ৩০ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এ ভাইরাসে দেশটিতে প্রথম মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। এরপর ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।

সংক্রমণ চীন থেকে ছড়িয়ে পড়ার পর সবচেয়ে বেশি আক্রান্ত হয় ইউরোপের কিছু দেশ ও যুক্তরাষ্ট্র। তবে দেশগুলোতে চলতি বছরের শুরুর দিকে করোনা নিয়ন্ত্রণে আসা শুরু হয়। এর বিপরীতে পরিস্থিতি খারাপ হতে থাকে ভারতসহ এশিয়ার কিছু দেশে। তবে ভারত থেকে ছড়িয়ে পড়া ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বেশ কিছু দেশের অবস্থা আবারও খারাপ হচ্ছে।

Advertisement

এরই মধ্যে অব্যাহতভাবে টিকাদান চালিয়ে যাচ্ছে বিশ্বের প্রায় সবগুলো দেশ। কোনো কোনো দেশ টিকার বুস্টার ডোজ এবং শিশুদেরও টিকা দেওয়া শুরু করেছে।

এমআরএম/জেআইএম