গোপালগঞ্জের কাশিয়ানীতে বালুবোঝাই ট্রাকেরচাপায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার সকাল সোয়া ৯টায় উপজেলার রাজকোচ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বালুবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাজকোচ এলাকায় রাস্তার পাশের একটি টিনের ঘরে উঠে যায়। এতে ওই ঘরের বাসিন্দা দুইজন চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
Advertisement