দেশজুড়ে

কুষ্টিয়ায় মৃত্যুশূন্য দিনে করোনা শনাক্ত ২৭ জনের

কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু নেই। এর আগের ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছিল।

Advertisement

রোববার (১৯ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মৃত্যুর পাশাপাশি রোগী ভর্তির চাপও আগের চেয়ে কিছুটা কমেছে। আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোববার সকাল ৯টা পর্যন্ত ৬৬ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ৩৪ জন আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরও ৩২ জন।

এদিকে, জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ১৮০টি নমুনা পরীক্ষায় ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ শতাংশ।

Advertisement

এ পর্যন্ত কুষ্টিয়া জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ২৮৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ২১৬ জন। এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৫৯ জন।

আল-মামুন সাগর/এসজে/এমএস