বিনোদন

পাওলিকে নিয়ে সত্তার যাত্রা শুরু

বলিউড ও টলিউডের আলোচিত অভিনেত্রী পাওলি দাম এখন ঢাকায়। হাসিবুর রেজা কল্লোল পরিচালিত `সত্তা` ছবির দৃশ্যধারণে সাত দিনের জন্য আবারও ঢাকায় পা রাখলেন এ তারকা। এরই অংশ হিসেবে সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ছবিটির মহরতে অংশ নেন তিনি।এ সময় উপস্থিত ছিলেন নায়ক শাকিব খান, ডন, হাসিবুর রেজা কল্লোলসহ ছবির কলাকুশলীরা। মহরতে প্রথম থেকেই বেশ প্রাণবন্ত ছিলেন ৩৪ বছর বয়সী এ অভিনেত্রী। শাকিব খানসহ অনেকের সঙ্গে খুনসুটিতে মেতে ওঠতেও দেখা যায় তাকে।উচ্ছ্বাসিত পাওলি বলেন, অল্প কিছুদিনের বিরতির পর আবার ঢাকায় এলাম। বাংলাদেশ বরাবরই আমার ভালো লাগে। আমি চাই ঢাকার দর্শকরা আমার ছবি দেখুক। আগামী কয়েকদিন ছবির কাজ ঢাকায় করব। ছবিটির দৃশ্যধারণের জন্য অপেক্ষায় আছি। এদেশের দর্শকের জন্য আমার ভালোবাসা।বাংলাদেশের ছবিতে আগ্রহী হলেন কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এর আগে বাংলাদেশ-ভারত প্রযোজিত `মনের মানুষ`-এ অভিনয় করেছিলাম। আসলে এপার-ওপার বাংলা কোথায় যেন একাকার হয়ে যায়। আর সেই টানেই বাংলাদেশে আবার আসা।শনিবার বেলা ২টা ১০ মিনিটে রিজেন্ট এয়ারওয়েজের একটি বিমানে চড়ে ঢাকায় আসেন পাওলি। এবার ঢাকার বিভিন্ন স্থানে সাত দিন দৃশধারণে অংশ নিবেন। কলকাতায় ফিরে কিছুদিনের বিরতির পর আবারও বাংলাদেশে আসবেন তিনি। `সত্তা` ছবি সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে নির্মাণ করা হচ্ছে। অন্য অভিনয়শিল্পীরা হলেন আহমেদ রুবেল, বন্যা মির্জা।

Advertisement