জাতীয়

রাজারবাগ পীরের আয়ের উৎস অনুসন্ধানের দাবি

রাজারবাগ পীরের ছয় হাজার একর পাহাড়, রাবার বাগান ও বহু সন্দেহজনক স্থাপনার আয়ের উৎস অনুসন্ধানের দাবি জানিয়েছে ভুয়া-গায়েবি মামলায় জর্জরিত ভুক্তভোগীরা।

Advertisement

শনিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে ভুক্তভোগী পরিবারগুলো।

মানববন্ধনে রাজারবাগ পীর সিন্ডিকেটের মূলহোতা দিল্লুর রহমানের বিচারসহ পাঁচ দফা দাবি জানান ভুক্তভোগীরা।

মানববন্ধনে আসা মো. আব্দুল কাদের জাগো নিউজকে বলেন, ‘সারাদেশে আমরা যারা ভুক্তভোগী রয়েছি আজ আমরা মানববন্ধনে এসেছি। আমরা চাই, মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হোক। যাতে ভবিষ্যতে আর কেউ এমন না করে। আমাদের জীবন দুর্বিষহ করে তুলেছে।’

Advertisement

মানববন্ধনে এক ভুক্তভোগী পরিবারের সদস্য মেঘলা আক্তার মিতু বলেন, ‘আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ৯টি মামলা হয়েছে। এতো মামলার একজনই বাদী ও বিবাদী এটা কোথাও দেখেছেন? এটা উদ্দেশ্যপ্রণোদিত। মিথ্যা মামলায় আটকে রেখেছে আমার ভাই, চাচাসহ অনেককে। এই ক্ষতি কী পোষানো সম্ভব!’

মানববন্ধনে ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।

আরএসএম/এআরএ/জেআইএম

Advertisement