দেশজুড়ে

নৌকায় বসতো মাদকের আসর, গুঁড়িয়ে দিলো পুলিশ

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে নৌকায় বসতো মাদকের আসর। খবর পেয়ে সেই নৌকাটি ভেঙে দেয় পুলিশ।

Advertisement

শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের কালীপুর এলাকায় গিয়ে নৌকাটি গুঁড়িয়ে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, এলাকার স্থানীয় মাদকসেবীরা প্রতিদিন নৌকায় বসে মাদক সেবন এবং ব্যবসা করতেন। খবর পেয়ে দুপুরে ভৈরব থানা পুলিশ অভিযান চালায়। টের পেয়ে কয়েকজন মাদকসেবী দৌড়ে নৌকা থেকে পালিয়ে যান। পরে নদীর পাড়ে মাদকের কাজে ব্যবহার করা নৌকাটি এলাকাবাসীর সহযোগিতায় গুড়িয়ে দেওয়া হয়।

এ বিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ জানান, মেঘনায় নৌকায় বসে কয়েকজন মাদক কেনাবেচাসহ সেবন করত এমন অভিযোগ ছিল। এর ভিত্তিতে অভিযান চালানো হয়। টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দৌড়ে পালিয়ে যায়। তবে নৌকাটি এলাকাবাসীর সহায়তায় ভেঙে দেওয়া হয়েছে।

Advertisement

এসজে/এমএস