জাতীয়

পে-স্কেলের দাবিতে শিক্ষক সমিতির মানববন্ধন ২৭ ডিসেম্বর

অষ্টম পে-স্কেলের দাবিতে ২৭ ডিসেম্বর জেলা ও উপজেলায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি। শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক।  সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা যেদিন থেকে নতুন পে-স্কেল পাচ্ছেন ঠিক সেই দিন থেকেই কোনো শর্ত ছাড়াই এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভূক্ত করতে হবে। দাবি আদায়ে ২৭ ডিসেম্বর দেশের সকল জেলা ও উপজেলায় বিক্ষোভ ও মানবন্ধন কর্মসূচি পালন করবেন শিক্ষক সমিতির সদস্যরা। এমপিওভুক্ত ৫ লাখ শিক্ষক-কর্মচারীর পরিবারের সদস্যদেরকে কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।  দাবি পূরণ না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে  আরো উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কাসেম, যুগ্ম-সম্পাদক মো. কাওছার আলী শেখ প্রমুখ।এনএম/জেডএইচ/পিআর

Advertisement