ভোলার তজুমদ্দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মো. তৈয়ব মাঝি (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
Advertisement
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫ সেপ্টেম্বর সকালে নোয়াখালী জেলার সুবর্ণ চর এলাকার মিলন মাঝির নেতৃত্বে ১৮ জেলে তজুমদ্দিন ও মনপুরা উপজেলার সাগর মোহনায় মাছ শিকার করতে যান। ১৬ সেপ্টেম্বর থেকে তৈয়ব মাঝির ডায়রিয়া শুরু হয়। অবস্থা বেশি খারাপ হলে তাকে ১৭ সেপ্টেম্বর বিকেলে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান অন্য জেলেরা। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তজুমদ্দিন উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. কবির সোহেল জানান, রাত সাড়ে ১০টার দিকে ওই জেলেকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসেন তার সঙ্গীরা। ধারণা করা হচ্ছে পথেই তার মৃত্যু হয়েছে।
Advertisement
জুয়েল সাহা বিকাশ/এসজে/জেআইএম