পাকিস্তানের আধাস্বায়ত্তশাসিত প্রদেশ উত্তর ওয়াজিরিস্তানে বিমান হামলায় ২৭ জন নিহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর দাবি, প্রদেশের দাত্তাখেলে সর্বশেষ বিমান হামলায় নিহতরা সবাই ‘জিহাদী’।দেশটির গণমাধ্যম ডন ডটকম এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনসের (আইএসপিআর) বরাত দিয়ে খবরে বলা হয়, জার্ব-ই-আজব অভিযানের আওতায় বিমান হামলায় ২৭ সশস্ত্র সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানী সেনাবাহিনী। নিহতদের মধ্যে আছে কয়েকজন শীর্ষস্থানীয় জিহাদী নেতাও।প্রসঙ্গত, উত্তর ওয়াজিরিস্তানকে জঙ্গিমুক্ত করতে চলতি বছরের জুন থেকে এই সেনা অভিযান অব্যাহত আছে। এই অভিযানকে বলা হয় জার্ব-ই-আজব।
Advertisement