দেশজুড়ে

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুশূন্য ময়মনসিংহ মেডিকেল

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি। তবে উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। মৃত মোসলেম উদ্দিন (৭০) নেত্রকোনা জেলার দুর্গাপুর এলাকার বাসিন্দা।

Advertisement

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে আটজনসহ করোনা ইউনিটে ৯৮ জন চিকিৎসাধীন রয়েছেন। করোনা ইউনিটে নতুন করে ভর্তি হয়েছেন ১৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয়জন। হাসপাতালের ওয়ান স্টপ ফ্লু-কর্নারে গত ২৪ ঘণ্টায় সেবা নিয়েছেন ৪৬ জন এবং তিনজন নিয়েছেন টেলিমেডিসিন সেবা।

এদিকে, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ২৪ ঘণ্টায় ৩৪০টি নমুনা পরীক্ষা করে ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

Advertisement

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জেলায় মোট এক লাখ ৪১ হাজার ২০৩ জনের নমুনা পরীক্ষা করে ২১ হাজার ৭৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে, জেলায় প্রথম ডোজ টিকা নিয়েছেন ছয় লাখ ১৪ হাজার ৫৩৩ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন চার লাখ ৩৯ হাজার ১৯৭ জন।

মঞ্জুরুল ইসলাম/ইএ/এএসএম