আন্তর্জাতিক

সেনাবাহিনীর হাতে পাকিস্তানের রাজনীতি

পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার বলেছেন, দেশটির রাজনীতিতে সেনাবাহিনী ব্যাপক ভূমিকা পালন করছে। দেশের রাজনীতির গতিবিধি মূলত সেনাবাহিনীই নিয়ন্ত্রণ করছে। এছাড়া পাক প্রধানমন্ত্রীর যতটা স্বাধীনতা থাকা উচিত সেটিও নেই বলে মন্তব্য করেছেন রাব্বানি। আল জাজিরার হেড টু হেড অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে এ সব কথা বলেন তিনি।২০১৩ সালে সাধারণ নির্বাচনের মাধ্যমে পাকিস্তানে প্রথম এক বেসামরিক সরকারের কাছ থেকে অপর বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হয়। এরপরও হিনা মনে করেন দেশটির রাজনীতিতে ব্যাপক ভূমিকা পালন করছে সেনাবাহিনী।তিনি বলেন, পাক প্রধানমন্ত্রীর যতোটা থাকা দরকার তার চেয়ে অনেক কম স্বাধীনতা রয়েছে। পাকিস্তানের প্রথম মহিলা পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি বলেন, পাক প্রধানমন্ত্রীর দফতরে আধিপত্য বিস্তার করেছে দেশটির শক্তিশালী সামরিক প্রশাসন।কাশ্মীর ইস্যুতে হিনা রাব্বানি বলেন, কাশ্মীরের জনগণই ঠিক করবে তারা পাকিস্তানে থাকবে নাকি ভারতে অথবা একটি স্বাধীন রাষ্ট্রে থাকবে।এসআইএস/এমএস

Advertisement