ধাঁধা :১. ‘আকাশেতে আছি আমি কিন্তু পাতালে নেই, কানেতে আছি আমি কিন্তু বনে নেই। কলকাতার মাঝে আমি থাকি দুই ঠাঁই, ঢাকাতেও খুঁজে দেখ পাবে আমায় ভাই।’২. ‘আকাশে ঝিকিমিকি, চৌতালায় তার বাসা। তাকে আবার মানুষের খাইতে বড় আশা।’৩. ‘আকাশ থেকে পড়ল গোটা তার মধ্যে মউ (রক্ত), যে না বলতে পারে সে আমার বউ।’৪. ‘আকাশে মস্তক যার পাতালে আঙুল, মাথার উপরে আছে এক ছাতা। প্রসারিয়া সুত যদি ভূমি হয় স্থিতি আনন্দেতে নরগণ ধায় দ্রুত গতি।’উত্তর : ১. ক২. হুক্কা৩. কালো জাম৪. তালগাছএসইউ/এমএস
Advertisement