কে সেরা? মেসি না ম্যারাডোনা। অনেকদিন আগে থেকেই এ নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক তর্ক বিতর্ক চলছে। বর্তমান সময়ে মেসি ফুটবল নিয়ে যা করছেন তাতে হয়তো অচিরেই সমাধানটা নিজেই বের করে দেবেন। তবে জীবনের প্রথম দিকে তার অনুপ্রেরণা ছিলেন দিয়াগো ম্যারাডোনা। আর্জেন্টিনার ম্যাগাজিন ‘জেনতে’কে এমনটাই জানিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কেউকে অনুসরণ করেন কিনা এমন প্রশ্নে মেসি বলেন, ‘আমি কখনোই কেউকে অনুসরণ করেনি। আমি যখন বড় হতে শুরু করেছি তখন ম্যারাডোনার সম্পর্কে খোঁজ খবর রাখতাম। এটা ছিল ১৯৯৩ সাল, দিয়াগো (ম্যারাডোনা) তখন আমাদের দেশের রাজকীয় প্রত্যাবর্তন করে। সেবার তিনি স্পেনের নিউয়েল থেকে এসে আর্জেন্টিনা জাতীয় দলে ফিরে দলকে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ১৯৯৪ বিশ্বকাপে উত্তীর্ণ করেছিল। তবে যদি কেউ আমাকে অনুপ্রাণিত করে তাহলে নিঃসন্দেহে এটা ম্যারাডোনা।’আট-দশটা সাধারণ মানুষের মত জীবন কাটাতে চান মেসি। শুধুমাত্র ফুটবল নিয়ে জীবন কাটাতে চাননা এই চার বারের বর্ষসেরা ফুটবলার। এই প্রসঙ্গে বলেন, ‘আমি অন্য সবার মতই স্বপ্ন দেখি। আমার জীবন শুধুমাত্র ফুটবল নিয়েই নয়। আমি খেলি যখন আমি পেশাগতভাবে খেলতে হয় অথবা আনন্দ পাওয়ার জন্য আমার বন্ধুদের সঙ্গে খেলি। কিন্তু ফুটবল আমার জীবনের সবকিছু নয়, এটা আমি নিশ্চিত করে বলতে পারি।’তবে ভক্তদের জন্যই ফুটবল খেলে থাকেন মেসি। যোগ করেন, ‘আমি ফুটবল খেলি যাতে লোকজন আনন্দ করে খেলা দেখে এবং এটা নিয়ে সপ্তাহ জুড়ে আলোচনা করে। এবং এর জন্য আমি খুবই কৃতজ্ঞ।’আরটি/জেডএইচ/এমএস
Advertisement