স্বাস্থ্য

‘আইডিএফ গ্লোবাল অ্যাওয়ার্ড` পেলেন অধ্যাপক আজাদ খান

ডায়াবেটিক রোগীদের জীবনমান উন্নয়নে অসামান্য ভূমিকার জন্য ‘আইডিএফ গ্লোবাল অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান। গত ৩০ নভেম্বর কানাডার ভ্যাংকুভারে এক অনুষ্ঠানে তার হাতে সম্মাননা পদক তুলে দেন ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) প্রেসিডেন্ট স্যার মাইকেল হার্সট। অধ্যাপক এ কে আজাদ খানই একমাত্র ব্যক্তি যিনি ‘আইডিএফ গ্লোবাল অ্যাওয়ার্ড’-এ ভূষিত হলেন। বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস) এর পরিচালক (প্রকাশনা ও জনসংযোগ) ফরিদ কবির এ তথ্য জানান। তিনি জানান, অধ্যাপক আজাদ খানের প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে- ‘আপনার স্বাস্থ্য পরিচর্যা ও উন্নতি’, ‘রোগের নাম ডায়াবেটিস’, ‘পেপটিক আলসারের কথা’, ‘জন্ডিস’, ‘হজের বিধান ও হজ-সফরে স্বাস্থ্যবিধি’, ‘স্বাস্থ্যসেবা ও নৈতিকতা’। এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় রিসার্চ জার্নালে তাঁর ১২৫টিরও বেশি মৌলিক গবেষণালব্ধ প্রবন্ধ প্রকাশিত হয়েছে।স্বাস্থ্যসেবায় অধ্যাপক এ কে আজাদ খানের অবদান দেশ ছাপিয়ে দৃষ্টি আকর্ষণ করেছে আন্তর্জাতিক অঙ্গনেরও। গত বছর বিশ্বখ্যাত স্বাস্থ্যবিষয়ক জার্নাল ‘ল্যানসেট’ তার প্রোফাইল প্রকাশের মাধ্যমে তাকে সম্মানিত করে।  স্বাস্থ্য-জনশক্তি সৃষ্টির ক্ষেত্রেও রয়েছে তার অনন্য ভূমিকা। বারডেম একাডেমি, ইব্রাহিম মেডিকেল কলেজ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স, বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্স, বারডেম নার্সিং কলেজ প্রভৃতি প্রতিষ্ঠার ক্ষেত্রেও তিনি উলে­খযোগ্য ভূমিকা পালন করেন। অধ্যাপক এ কে আজাদ খান গ্যাস্ট্রো-এন্টারোলজি চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী ‘5 ASA based drugs’-এর উদ্ভাবক এবং বাংলাদেশে গ্যাস্ট্রো-এন্টারোলজি স্বাস্থ্যসেবার প্রবর্তক। এ দেশে ‘এন্ডোস্কপিক’ সেবারও তিনি পথপ্রদর্শক।পুরস্কার প্রদানের সময় বিশ্বের ১৬০টি দেশের প্রায় ২০০ ডায়াবেটিক সমিতির প্রতিনিধিবৃন্দ এবং বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষক ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মো. সাইফ উদ্দিন, যুগ্ম-কোষাধ্যক্ষ মো. শহিদুল হাসান, নভোনরডিস্ক ফার্মা (বাংলাদেশ)-এর সিইও রাজন কুমার এবং অধ্যাপক এ কে আজাদ খানের স্ত্রী সমিতির পেরিনেটাল কেয়ার প্রজেক্ট-এর প্রকল্প পরিচালক অধ্যাপক কিশওয়ার আজাদ প্রমুখ।এমইউ/জেডএইচ/এমএস

Advertisement