করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৫১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২৫ জন ও নারী ২৬ জন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ১০৯ জনে।
Advertisement
বিভাগীয় পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫১ জনের মধ্যে ঢাকায় ২৯ জন, চট্টগ্রামে আটজন, রাজশাহীতে চারজন, খুলনায় ছয়জন, বরিশালে তিনজন এবং রংপুর বিভাগে একজন রয়েছেন। তবে, গত ২৪ ঘণ্টায় সিলেট ও রংপুর বিভাগে করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্ততরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। ১৬ সেপ্টেম্বর পর্য়ন্ত মোট মৃত ২৭ হাজার ১০৯ জনের মধ্যে ঢাকা বিভাগে ১১ হাজার ৭৯৬ জন, চট্টগ্রামে ৫ হাজার ৪৮৭ জন, রাজশাহীতে ২ হাজার পাঁচজন, খুলনায় ৩ হাজার ৫১৬ জন, বরিশালে ৯২৮ জন, সিলেট বিভাগে ১ হাজার ২২২৩ জন, রংপুর বিভাগে ১ হাজার ৩৩৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ৮২০ জন মারা গেছেন।
Advertisement
এমইউ/এমআরএম