দেশজুড়ে

সাতক্ষীরায় কথিত পল্লীচিকিৎসক দম্পতিকে দেড় লাখ টাকা জরিমানা

সাতক্ষীরায় কথিত পল্লীচিকিৎসক দম্পতিকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টায় কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম।

Advertisement

দণ্ডপ্রাপ্তরা হলেন-রেজাউল করিম ও তার স্ত্রী রিমা আক্তার।

ভ্রাম্যমাণ আদালত রেজাউল করিমকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড এবং তার স্ত্রীকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দিয়েছেন। এ সময় অ্যানালাইজার মেশিন ও প্যাড জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, রেজাউল করিম ও তার স্ত্রী রিমা আক্তার চিকিৎসক না হয়েও নামের আগে ‘ডাক্তার’ শব্দ ব্যবহার করে সাইনবোর্ড লাগিয়ে বাড়িতেই দীর্ঘদিন ধরে চিকিৎসা ব্যবসা করে আসছিলেন।

Advertisement

আহসানুর রহমান রাজীব/এসআর/জেআইএম