মৌসুমসূচক ফেডারেশন কাপ নতুন মৌসুমে হবে দ্বিতীয় টুর্নামেন্ট। বাফুফে আগেই ঘোষণা দিয়েছে, মুজিববর্ষে ফুটবল মৌসুম শুরু হবে স্বাধীনতা কাপ দিয়ে। তারপর ফেডারেশন কাপ শেষে মাঠে গড়াবে প্রিমিয়ার লিগ। মৌসুমের সূচির এই পরিবর্তন বৃহস্পতিবার বাফুফের নির্বাহী কমিটিও অনুমোদন দিয়েছে।
Advertisement
চলতি মৌসুম এখনও শেষ হয়নি। ২০ সেপ্টেম্বর প্রিমিয়ার লিগের শেষ ম্যাচ। তারপর থেকেই ঢাক-ঢোল শুরু হবে নতুন মৌসুমের। নভেম্বরের শেষ সপ্তাহেই শুরু হবে স্বাধীনতা কাপ। প্রথম টুর্নামেন্ট শেষ হওয়ার পর সপ্তাহখানেক বিরতি দিয়ে ফেডারেশন কাপ। বাফুফে লিগ শুরু করতে চায় জানুয়ারির প্রথম সপ্তাহে।
বৃহস্পতিবার নির্বাহী কমিটির সভা শেষে বাফুফের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী এমপি বলেছেন, ‘বর্ষা মৌসুম এড়ানোর জন্য লিগ মৌসুম আগেভাগে শুরু করব। মুজিববর্ষ বলে আমরা স্বাধীনতা কাপ দিয়ে বল মাঠে দেব। তারপর ফেডারেশন কাপ ও লিগ। আশা করি জানুয়ারির প্রথম সপ্তাহে লিগ শুরু করতে পারবো।’
নভেম্বর ও ডিসেম্বরে দুটি টুর্নামেন্ট শেষ করবে বাফুফে। এর মধ্যে এবার স্বাধীনতা কাপের পরিধিও হবে বড়। পেশাদার লিগের ১২ দলের সঙ্গে বাছাই প্রক্রিয়ায় একাধিক দল যোগ করে স্বাধীনতা কাপ আয়োজনের ইচ্ছা আছে বাফুফের। তাহলে দলবদল কবে?
Advertisement
দলবদলের প্রাথমিক সিদ্ধান্তও নিয়ে রেখেছে বাফুফের প্রফেশনাল লিগ কমিটি। ১ অক্টোবর থেকে ১৫ নভেম্বর-এই দেড়মাস চলবে খেলোয়াড়দের রেজিষ্ট্রেশন। যার অর্থ দলবদল শেষে এক-দেড়সপ্তাহ পরই স্বাধীনতা কাপ শুরু করবে বাফুফে। ১ বা ২ জানুয়ারির মধ্যে ফেডারেশন কাপ শেষ করে প্রথম সপ্তাহেই শুরু করবে লিগ।
আরআই/এমএমআর/এএসএম