অর্থনীতি

ঋণ খেলাপিদের প্রণোদনা দেওয়ায় শিল্প প্রতিমন্ত্রীর ক্ষোভ

প্রকৃত উদ্যোক্তাদের বাদ দিয়ে ঋণ খেলাপিদের প্রধানমন্ত্রী ঘোষিত ২০ হাজার কোটি টাকার প্রণোদনার ঋণ দেওয়ায় ব্যাংক ও আর্থিকপ্রতিষ্ঠানের ওপর ক্ষোভ জানিয়েছেন শিল্পপ্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

Advertisement

তিনি বলেছেন, ‘প্রকৃত উদ্যোক্তারা ব্যাংকের ঋণ পায় না, অথচ যারা ব্রিফকেস নিয়ে ঘুরে তারা সবার আগে ঋণ পায়। দীর্ঘদিন রাজনীতি করার সুবাদে আজকে যারা বড় ধনী হয়েছেন, তারা কোথা থেকে এসেছেন, কী ছিলেন সবকিছুই আমরা জানি।’

বৃহস্পতিবার দুপুরে (১৬ সেপ্টেম্বরে) এসএমই খাতে ২০০ কোটি টাকা ঋণ বিতরণে এসএমই ফাউন্ডেশনের সঙ্গে ১৫টি ব্যাংক ও তিনটি আর্থিকপ্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

কামাল আহমেদ মজুমদার বলেন, ‘কদিন আগে গল্প করছিলাম, একটি প্রতিষ্ঠানকে এক হাজার কোটি টাকা প্রণোদনা দেওয়া হয়েছে। সেই প্রণোদনার টাকা নিয়ে প্রতিষ্ঠানের মালিক কানাডা অবস্থান করছেন। তিনি কিন্তু আর দেশও আসবেন না।’

Advertisement

তিনি আরও বলেন, ‘আমাদের আরেক সহকর্মী ছিলেন, তিনি যেভাবে হোক সংসদ সদস্য হয়েছিলেন। বিভিন্ন জায়গা থেকে তিনি ১০ হাজার কোটি টাকার ওপরে নিয়েছেন। তিনি মৃত্যুবরণ করেছেন, তার পরিবারের পক্ষে ১০ টাকা দেওয়াও সম্ভব না। এ টাকাগুলো আসবে না।’

শিল্প প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু বলেছেন সমাজের বৈষম্য কমিয়ে আনতে হবে। যারা দ্রুত গতিতে বড়লোক হচ্ছে, তাদের গতিকে মন্থর করে দিতে হবে। আর যারা পিপীলিকার গতিতে চলছে, তাদের গতিকে বাড়িয়ে দিতে হবে।’

ব্যাংক ও আর্থিকপ্রতিষ্ঠানের কমকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এ দেশ আমার, আপনার। আপনারা যদি ক্ষুদ্র, মাঝারি শিল্পপ্রতিষ্ঠানকে ঋণ দেন, তাহলে দেশে বেকার সমস্যার সমাধান হবে। নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে।’

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘উদ্যোক্তাদের আরও বেশি টাকা দেওয়া প্রয়োজন। আমি অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে তাকে বলবো, কীভাবে উদ্যোক্তাদের জন্য এ ধরনের সাহায্য বাড়ানো যায়।’

Advertisement

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘মাত্র চার শতাংশ সুদে উদ্যোক্তাদের এ ঋণ দেওয়া হচ্ছে। এক লাখ থেকে পাঁচ লাখ পর্যন্ত কোনো জামানত ছাড়া দেওয়া হচ্ছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের তো জামানত দেওয়ার মতো কিছুই নেই। এ ঋণ ব্যবহার করে উদ্যোক্তারা তাদের করোনাকালীন ক্ষয়ক্ষতি কিছুটা কমাতে পারবে বলে আশা করি।’

আগারগাঁওয়ে এসএমই ফাউন্ডেশন ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) ব্যবস্থাপনা পরিচালক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি’র চেয়ারম্যান আলী রেজা ইফতেখারসহ ১৫টি ব্যাংক ও তিনটি আর্থিক প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তা।

এসএম/এএএইচ/জেআইএম