ক্যাম্পাস

জাবিতে ভর্তি পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা শনিবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষা বুধবার (২১ ডিসেম্বর) পর্যন্ত চলবে। শুক্রবার এ তথ্য জাগো নিউজকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার (শিক্ষা) মোহাম্মদ আলী।এদিকে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের অধীনে ৩৪টি বিভাগ ও ২টি ইনস্টিটিউটে মেধা তালিকায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৯, ২০ ও ২১ ডিসেম্বর। তবে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের অধীনে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা থাকায় মৌখিক পরীক্ষা চলবে ১৯-২৩ ডিসেম্বর পর্যন্ত। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধাক্রম তালিকা প্রকাশ করা হবে ২৬ ও ২৭ ডিসেম্বর। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ভর্তি হতে হবে বলেও জানান তিনি।হাফিজুর রহমান/একে

Advertisement