সুনামগঞ্জের ছাতকে এক পরিবারের চার সদস্যকে অজ্ঞান করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতরা।
Advertisement
বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে ছাতক পৌরসভার নোয়ারাই আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, ব্যাবসায়ী লালু শাহ (৫০), তার স্ত্রী সাজিয়া বেগম (৪১), ছেলে শাকিল (২৪) ও সাহেল (২১) রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল হয়ে গেলেও বাড়ি থেকে কেউ বের না হওয়ায় ডাকাডাকি শুরু করেন স্বজনরা। কিন্তু ঘরের ভেতর থেকে কারও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। এক পর্যায়ে ঘরের এক পাশের জানালা ভাঙা দেখতে পান তারা। পরে ঘরে ঢুকে পরিবারের চারজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ব্যাবসায়ী লালু শাহ এর চাচাতো ভাই মোফাজ্জল হোসেন বলেন, ‘গত রাতে ডাকাতরা আমার ভাইয়ের বাসায় ঢুকে পরিবারের সবাইকে অজ্ঞান করে স্বর্ণালংকার ওআসবাবপত্র লুট করে নিয়ে গেছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে এখনও কারও জ্ঞান ফেরেনি।
Advertisement
ছাতক পৌরসভার সাবেক কাউন্সিলর ফয়জুর রহমান জানান, ডাকাতরা ঘরের জানালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গেছে বলে জানতে পেরেছেন তিনি। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাজিম উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলেছে।
লিপসন আহমেদ/ এফআরএম/এএসএম