গণমাধ্যম

মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেয়ার আহ্বান

মুক্তিযুদ্ধের চেতনায় দায়িত্বশীলতার সঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে শুক্রবার বিকেলে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) চট্টগ্রাম বিভাগের নবনির্বাচিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তৃতাকালে একথা বলেন তিনি।তিনি বলেন, আমরা যারা সাংবাদিকতা পেশায় রয়েছি, এ বিষয়ে তাদের অনেক দায়িত্ব রয়েছে। দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করার লক্ষ্যে প্রতিরোধ জোরদার করতে আমাদের কাজ করতে হবে। যারা দেশের স্বাধীনতা চায়নি তারা দেশকে পিছন দিকে ঠেলে দেয়ার জন্য এখন ষড়যন্ত্র করছে।প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা  বলেন, বাংলাদেশ স্বার্থান্বেষী মহলের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে এগিয়ে যাবে এবং কেউ এ অগ্রগতি থামাতে পারবে না।বিএফইউজে নেতারা সেখানে ইকবাল সোবহান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে বাংলাদেশ গড়ে তুলতে হবে। স্বাধীনতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে আমাদের অগ্রগতিতে বিঘ্ন সৃষ্টিকারী জঙ্গিবাদকে পরাজিত করে একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি সকল ধর্মের মানুষের সহাবস্থানের পরিবেশ বজায় রাখতে হবে।চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাবেক সভাপতি মোস্তাক আহমেদ ও চট্টগ্রাম পেশাজীবী সমন্বয় পরিষদের সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।এসএইচএস/এমএস

Advertisement