পাঁচটি সাফ চ্যাম্পিয়নশিপ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। বাংলাদেশের সেরা স্ট্রাইকার ভাবা হয় তাকে। সেই জাহিদ হাসান এমিলিকে বাদ দিয়েই ভারতের কেরালায় অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২০ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন বাংলাদেশ ফুটবল দলের কোচ মারুফুল হক। সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে আগামী রবিবার দেশ ছাড়ার কথা বাংলাদেশ দলের। মূলতঃ ইনজুরির কারণেই বাদ পড়লেন এমিলি। এছাড়া খারাপ পারফরম্যান্স তো ছিলই। একই সঙ্গে দীর্ঘদিন অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে বিবেচিত হওয়া আবদুল বাতেন মজুমদার কোমলও ঠাঁই পেলেন না মারুফের চূড়ান্ত দলে। হঠাৎ অসুস্থ হলেও দলে রাখা হযেছে, মিডফিল্ডে বাংলাদেশের সেরা শত্তি জামাল ভূঁইয়াকে। ২৮ জনের প্রাথমিক দল নিয়ে বিকেএসপিতে ২০ দিনের অনুশীলন শেষে ২০ জনের দল ঘোষণা করলেন কোচ।আগামী ২৩ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত ভারতের কেরালায় অনুষ্ঠিত হবে ‘সাফ অঞ্চলের ফুটবল বিশ্বকাপ’ খ্যাত ১১তম সাফ চ্যাম্পিয়নশিপ- সাফ সুজুকি কাপ। চূড়ান্ত দল ঘোষণা করার আগে বৃহস্পতিবার নেপালের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচও খেলে ফেলেছে বাংলাদেশ দল। ওই ম্যাচের পরই কোচ জানিয়েছিলেন, তার দল চূড়ান্ত হয়ে গেছে। অবশেষে একদিন পরই জানা গেলো তার সেই চূড়ান্ত দল। কোচ মারুফুল হক ঘোষিত চূড়ান্ত দল থেকে ইনজুরি, অসুস্থতা, ফিটনেস এবং পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন আট ফুটবলার। তারা হলেন- ফয়সাল মাহমুদ, জাহিদ হাসান এমিলি, মাসুক মিয়া জনি, আমিনুর রহমান সজীব, শাহেদুল আলম, মাজহারুল ইসলাম হিমেল, কেষ্ট কুমার বোস এবং আব্দুল বাতেন মজুমদার কোমল। ‘সাফ চ্যাম্পিয়নশিপ‘-এ অংশ নেবে সাফ অঞ্চলের সাত দেশ- স্বাগতিক ভারত, বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটান। আফগানিস্তান এবারই শেষবারের মতো সাফ ফুটবল খেলবে। এরপর তারা আসিয়ান অঞ্চলের তালিকাভুক্ত হয়ে যাবে। এবারের সাফে কঠিন গ্রুপেই পড়ে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে অবস্থান বাংলাদেশের। যেখানে তাদের সঙ্গী গতবারের সাফ চ্যাম্পিয়ন আফগানিস্তান। রয়েছে শক্তিশালী মালদ্বীপ এবং ভুটান। তুলনামুলক ভুটানই বাংলাদেশের কাছে স্বস্তিকর প্রতিপক্ষ। অন্যদিকে ‘এ’ গ্রুপে পড়েছে সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন ভারত। সঙ্গে আছে নেপাল ও শ্রীলঙ্কা। অপর দল পাকিস্তান টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। সাফে বাংলাদেশের খেলাগুলো হবে ২৪ ডিসেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় আফগানিস্তান, ২৬ ডিসেম্বর বিকেল ৪টায় মালদ্বীপ এবং ২৮ ডিসেম্বর বিকেল ৪টায় ভুটানের বিরুদ্ধে। সাফে বাংলাদেশের চূড়ান্ত দলশহীদুল আলম, রাসেল মাহমুদ লিটন, আশরাফুল ইসলাম রানা, নাসিরুল ইসলাম, রেজাউল করিম, জামাল ভুঁইয়া, ইয়াসিন খান, রায়হান হাসান, ইয়ামিন মুন্না, জাহিদ হোসেন, মামুনুল ইসলাম (অধিনায়ক), হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, জুয়েল রানা, মোনায়েম খান রাজু, তপু বর্মণ, নাসির উদ্দিন চৌধুরী, সোহেল রানা, নাবিব নেওয়াজ জীবন, সাখাওয়াত হোসেন রনি, ওয়ালী ফয়সাল ও আতিকুর রহমান মিশু। আইএইচএস/এমএস
Advertisement