শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাড়ে আটশ’র বেশি কর্মকর্তা-কর্মচারীর করোনা শনাক্তে নমুনা পরীক্ষা করা হয়েছে।
Advertisement
বিমানবন্দরে কর্মরত তালিকাভুক্ত ৮৯১ জনের মধ্যে ৮৫১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়। এসব নমুনা সংগ্রহ করা হয় বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
এ বিষয়ে জানতে চাইলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্রিমলাইনার উড়োজাহাজে (অচিন পাখি) ফিনল্যান্ডের উদ্দেশ্যে যাত্রার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তার প্রটোকলের সঙ্গে জড়িত বিমানবন্দরে কর্মরত ২৯টি সংস্থার ৮৫১ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়।
রাষ্ট্রীয় সফরে ফিনল্যান্ড ও যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। সফরসঙ্গী হিসেবে রয়েছেন ১৩১ জন সদস্য। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একাধিক কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা গেছে।
Advertisement
এদিকে প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে এখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাজ সাজ রব। সেখানে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এমইউ/জেডএইচ/জিকেএস