দেশজুড়ে

৪ দিন পর হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌযোগাযোগ স্বাভাবিক

চারদিন পর নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৈরি আবহাওয়ার কারণে বন্ধ ছিল এ রুটে নৌ চলাচল।

Advertisement

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন।

তিনি জানান, সাগরে লঘুচাপের কারণে মেঘনা নদী উত্তাল থাকায় সবার নিরাপত্তার কথা চিন্তা করে রোববার (১২ সেপ্টেম্বর) থেকে হাতিয়ার সঙ্গে সারাদেশের সবধরনের নৌ চলাচল বন্ধ ছিল। আবহাওয়ার উন্নতি হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে তা আবার চালু হয়েছে।

ঢাকায় অবস্থান করা হাতিয়ার তাসরিফ-১ লঞ্চের জেনারেল ম্যানেজার কাজী ইকবাল হোসেন মোবাইলে জানান, সরকারি নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় তাসরিফ-১ সদরঘাট থেকে হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

Advertisement

জানা যায়, বৃহস্পতিবার সকাল আটটার দিকে ঘাট থেকে একটি জাহাজ চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। এছাড়া হাতিয়া-ঢাকা লঞ্চ চলাচল, হাতিয়া-চট্টগ্রাম স্টিমার চলাচল ও হাতিয়া-বয়ারচর চেয়ারম্যান ঘাট সিট্রাক চলাচলও শুরু হয়েছে।

জেলা প্রশাসক খোরশেদ আলম খান জানান, নদী উত্তাল থাকালে দুর্ঘটনা এড়াতে হাতিয়ার সঙ্গে সারাদেশের সব ধরনের নৌ চলাচল বন্ধ করে দেওয়া হয়। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে তা আবার খুলে দেওয়া হয়।

ইকবাল হোসেন মজনু/ এফআরএম/জিকেএস

Advertisement