মঙ্গলবার চেলসি কোচের পদ থেকে হোসে মরিনহোর বরখাস্ত হওয়ার পর থেকেই জ্বল্পনা শুরু হয়, রাফায়েল বেনিতেজের জায়গায় কি তাহলে মরিনহোকে ফেরাবে রিয়াল মাদ্রিদ! তবে এসব গুঞ্জনে পানি ঢেলে দিলেন খোদ রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। মরিনহোকে বার্নাব্যুতে ফিরিয়ে আনার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন রিয়াল প্রেসিডেন্ট। স্প্যানিশ রেডিও স্টেশন ক্যাডেনা সারকে দিয়ে এক সাক্ষাৎকারে মরিনহো সম্পর্কে পেরেজ বলেন, ‘কেউ ভবিষ্যৎ বলতে পারে না; কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাকে মাদ্রিদে ফেরানো হচ্ছে না।’ রাফায়েল বেনিতেজের অধীনে থাকা রিয়াল মাদ্রিদকে স্প্যানিশ লা লিগায় বেশ সংগ্রাম করতে হচ্ছে। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা এবং নগর প্রতিদ্বন্দ্বী আতলেটিকো মাদ্রিদের চেয়ে পাঁচ পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা।এ সম্পর্কে পেরেজ আরও বলেন, ‘আমাদের যে সমস্যা রয়েছে তা বেনিতেজের সমাধান করার ক্ষমতা রয়েছে। আমরা এই একটিই বিকল্প নিয়ে বিবেচনা করছি। মরিনহোকে নিয়ে আমাদের অনেক সুখস্মৃতি রয়েছে, সে আমাদের প্রতিযোগিতা করার সামর্থ্যকে উন্নত করেছে।’এদিকে মরিনহোর দল পাওয়া নিয়েও চলছে বেশ গুঞ্জন। রিয়াল থেকে বিতাড়িত হয়ে এখনও ঠিকানা খুঁজে পাননি আনচেলত্তি। সাবেক ফরাসি তারকা অলিভার ড্যাকার্ত জানিয়েছেন পিএসজিতে তিনি কখনোই মরিনহোকে দেখতে চান না। শুধু পিএসজিই নয়, আগামী মওসুমেও মরিনহোর ভালো কোন ক্লাব পাওয়াটা থেকে বেশ বেশ অনিশ্চয়তার মধ্যেই।’আরটি/আইএইচএস/এমএস
Advertisement