দেশজুড়ে

মধুখালীতে নৌকাবাইচ দেখতে মানুষের ঢল

ফরিদপুরের মধুখালীতে শত বছরের পুরনো নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা দেখতে খালের দুই পাড়ে হাজারও মানুষের মিলনমেলা ঘটে।

Advertisement

বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আড়পাড়ার গড়িদাহ খালে এ নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে আসা ৮-১০টি ছোট-বড় নৌকা অংশ নেয়।

এ প্রতিযোগিতাকে কেন্দ্র করে উৎসবে মেতেছিল উপজেলার কয়েক হাজার মানুষ। ঐতিহ্যবাহী এ উৎসব উপভোগ করতে দূর-দূরান্ত থেকে খালপাড়ে মিলিত হয় বিনোদনপ্রেমীরা। দিনভর ছোট-বড় বিভিন্ন দোকানে বিক্রি হয় বাহারি জিনিস।

স্থানীয় আড়পাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেন মোল্যা বলেন, প্রতিযোগিতাকে কেন্দ্র করে আড়পাড়া ও আশপাশের কয়েক গ্রামে উৎসবের আমেজ তৈরি হয়। দূর-দূরান্ত থেকে উৎসবে আত্মীয়-স্বজন ও সাধারণ মানুষের আগমন ঘটে।

Advertisement

এ বিষয়ে মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বলেন, নৌকাবাইচ এখন গ্রাম থেকে হারিয়ে যেতে বসেছে। এ ধরনের প্রতিযোগিতার আয়োজনের মধ্য দিয়ে এ অঞ্চলে হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরে আসবে।

এন কে বি নয়ন/আরএইচ/এএসএম