মেষ: বিলম্ব হলেও কর্মক্ষেত্রে দক্ষতার স্বীকৃতির সম্ভাবনা। সন্তানের জেদ সংসারে অশান্তি বাড়িয়ে দিতে পারে। স্নায়ুপীড়া ভোগাবে।বৃষ: উপস্থিতবুদ্ধি ও সময়োচিত সাহসে বিপদ থেকে উদ্ধার। কর্মক্ষেত্রে উন্নতির সুখবর মিলতে পারে। অত্যাবশ্যক ব্যয় সামাল দিতে গিয়ে সঞ্চয়ে বাধা।মিথুন: প্রশিক্ষণের সুবাদে বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির সম্ভাবনা। পৈতৃক বিষয়সম্পত্তি নিয়ে ঝামেলা মিটে যেতে পারে। পুরনো অসুখ ভোগাবে।কর্কট: কর্মক্ষেত্রে গোলযোগ নিয়ে উদ্বেগের অবসান। সুযোগসন্ধানী ব্যক্তির থেকে সাবধান। বেহিসেবি খরচে অর্থসঙ্কট দেখা দিতে পারে।সিংহ: স্বনিযুক্তি প্রকল্পে বাড়তি উপার্জনের সূচনা। শত্রুদমনে বন্ধুর সাহায্য মিলতে পারে। পিত্তথলি সংক্রান্ত রোগব্যাধিতে কাজকর্মে বাধা।কন্যা: মৌলিক পন্থায় বৈষয়িক সমস্যার সমাধান। মূল্যবান দ্রব্যাদি ও নথির সংরক্ষণে আইনি ব্যবস্থা। কর্ম পরিবর্তনে ভাগ্যোদয়ের যোগ।তুলা: উদ্ভাবনী ক্ষমতায় সমস্যা মিটিয়ে বাহবা পেতে পারেন। অনৈতিক কাজের হাতছানি এড়াতে না-পারলে বিপদ।বৃশ্চিক: অপ্রত্যাশিত কোনো প্রাপ্তি হতবাক করে দিতে পারে। কর্মক্ষেত্রে স্থির বুদ্ধি ও অবিচলিত সিদ্ধান্তে কার্যোদ্ধার। থাইরয়েডের মতো গ্ল্যান্ডের সমস্যা ভোগাবে।ধনু: কর্মক্ষেত্রে প্রতিকূলতার মধ্যেও সাফল্যের সম্ভাবনা। ব্যবসা ঘিরে সমাজবিরোধীদের সঙ্গে ঝামেলার আশঙ্কা। দুঃসাহসী সিদ্ধান্ত থেকে বিরত থাকাই ভালো।মকর: নিকটাত্মীয়ের দিক থেকে আঘাত লাগতে পারে। গঠনমূলক কাজের পরিকল্পনায় সাফল্যের ইঙ্গিত। দংশক প্রাণী থেকে সাবধান।কুম্ভ: মানসিক উত্তেজনা ও দুশ্চিন্তায় কাজকর্মে বাধা। হঠকারিতা পারিবারিক ক্ষেত্রে বিপদ ডেকে আনতে পারে।মীন: শত্রুকে উপেক্ষা করলে পস্তাতে হতে পারে। শেয়ারে অতিরিক্ত লগ্নি নিয়ন্ত্রণ করাই ভালো। সুচিকিৎসায় প্রিয়জনের স্বাস্থ্যোন্নতিতে উদ্বেগের অবসান।
Advertisement