সাহিত্য

ভারতে ২০১৫ সালের সাহিত্য একাডেমি পুরস্কার ঘোষণা

ভারতে এ বছর সাহিত্য একাডেমি পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। বিজয়ীদের মধ্যে ঔপন্যাসিক সাইরাস মিস্ত্রি ও কবি রামদরশ মিশ্র রয়েছেন। শুক্রবার ছয়টি ছোট গল্প, ছয়টি কবিতা, চারটি উপন্যাস এবং দুটি করে রচনাসমগ্র, সমালোচনা ও নাটক এবং একটি আত্মজৈবনিক গ্রন্থ সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছে। ভারত সরকারের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।ভারতের ২৩টি ভাষার প্রতিনিধিত্বকারী বিচারকগণ এগুলোকে পুরস্কার প্রদানের জন্য সুপারিশ করেন এবং একাডেমির নির্বাহী পর্ষদ তা অনুমোদন করে।পুরস্কার বিজয়ী আরো দুই ঔপন্যাসিক হলেন পাঞ্জাবিতে যশবিন্দর সিং ও রাজস্থানিতে মধু আচারিয়া (আশাবাদী)। এছাড়া ছয়টি ছোট গল্পের বই ও ছয়টি কবিতা এ বছর পুরস্কার প্রদানের জন্য মনোনীত হয়েছে।পুরস্কার বিজয়ী কবিরা হলেন-বোড়ো ভাষায় ব্রজেন্দ্র কুমার ব্রহ্ম, ডোগরি ভাষায় ধ্যান সিং, হিন্দিতে রামদরশ মিশ্র, কানাড়ায় তিরুমালেশ, মনিপুরি ভাষায় ক্ষেত্রি রাজন ও সংস্কৃতে রাম শংকর আওয়াসথি।ছোট গল্পের জন্য ছয় লেখক পুরস্কার পেয়েছেন। তারা হলেন-অহমিয়ায় কুলা সাইকিয়া, মৈথিলি ভাষার মন মোহন ঝা, নেপালি ভাষার গুপ্ত প্রধান, ওড়িয়ায় বিভূতি পট্টনায়েক, সিন্ধি ভাষার মায়া রাহি ও তেলেগু ভাষার ভল্গা।রচনাসমগ্র, সমালোচনা ও নাটকের জন্য দুই জন করে এবং আত্মজৈবনিক গ্রন্থের জন্য একজন সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। রচনা সমগ্র’র জন্য রসিক শাহ (গুজরাটি) ও এ মধুবন (তামিল) পুরস্কার পেয়েছেন। লেখক ও পণ্ডিতের সন্মান পেয়েছেন শ্রীকান্ত বাহুলকার। বাংলায় পুরস্কার বিজয়ীর নাম পরে ঘোষণা করা হবে বলে জানা গেছে। আগামী বছর ১৬ ফেব্রুয়ারি এক অনুষ্ঠানে লেখকদের এ পুরস্কার দেয়া হবে।এসএইচএস/এমএস

Advertisement