খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১২০ জন।
Advertisement
বুধবার (১৫ সেপ্টেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় তিন জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন-খুলনার খালিশপুরের হালদারপাড়ার আবুল হোসেন (৬৮), বাগেরহাট রামপালের আব্দুল মতিন (৬২) ও যশোর অভয়নগরের হাফিজা বেগম (৬৫)।
স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনায় তিনজন, যশোরে ও ঝিনাইদহে একজন করে মারা গেছেন।
Advertisement
করোনা সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ১১ হাজার ১০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন ৩০৯৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩ হাজার ৬৪১ জন।
করোনায় আক্রান্ত হয়ে খুলনায় মারা গেছেন সর্বোচ্চ ৭৮৫ জন। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে কুষ্টিয়ায় ৭৫৪ জনের। এছাড়া যশোরে ৪৮৪ জন, ঝিনাইদহে ২৬৫ জন, চুয়াডাঙ্গায় ১৮৯ জন, মেহেরপুরে ১৮০ জন, বাগেরহাটে ১৪২ জন, নড়াইলে ১১৮ জন, মাগুরায় ৯০ জন ও সাতক্ষীরায় ৮৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
আলমগীর হান্নান/এফআরএম/এমএস
Advertisement