স্বামীর চলবে কী করে!সদ্য বিয়ে করেছে শান্ত। নতুন বউয়ের সঙ্গে কথা হচ্ছে— শান্ত: আমার তো নুন আনতে পান্তা ফুরায়, এই গরিবের সংসারে চলতে তোমার সমস্যা হবে না তো? স্ত্রী: না, আমার আর কী সমস্যা! চিন্তা করছি তোমাকে নিয়ে। শান্ত: কিসের চিন্তা? স্ত্রী: আমি না হয় বেঁচেবর্তে থাকলাম, তোমার চলবে কী করে!
Advertisement
****
বাবার নাম আলাদাসাকিবের দুই ছেলে একই ক্লাসে পড়ে। শিক্ষক সবাইকে তাদের বাবার নাম লিখতে বলেছেন। সবাই তাদের বাবার নাম লিখেছে। কিন্তু সাকিবের দুই ছেলে বাবার নামের জায়গায় আলাদা নাম লিখেছে।
এটা দেখে শিক্ষক অবাক হয়ে বললেন, ‘তোমরা দুই ভাই বাবার নাম আলাদা করে লিখলে কেন?’ দুই ভাইয়ের সোজাসাপ্টা জবাব, ‘আলাদা লিখব না তো কী করব! একই লিখলে তো আপনি আবার বলবেন যে নকল করেছি। সে জন্যই আলাদা নাম লিখেছি।’
Advertisement
****
কম্পিউটারের জন্য পর্দাপর্দার কাপড় কিনতে কান্তা একটি কাপড়ের দোকানে ঢুকেছে। অনেক ঘেঁটেঘুঁটে শেষে একটি ঝলমলে গোলাপি রঙের কাপড় পছন্দ হয়েছে। কাপড় কাটার সময় দোকানি বললেন, ‘কয় গজ কাপড় লাগবে আপনার?’কান্তা ভ্রু কুঁচকে বলল, ‘কয় গজ মানে! পাক্কা পনেরো ইঞ্চি কাপড় কেটে দাও।’দোকানি চোখ বড় বড় করে বললেন, ‘পনেরো ইঞ্চি মানে! পাগলে পেয়েছে আপনাকে? এই কাপড় দিয়ে কোনো জানালার পর্দা হবে!’কান্তা একগাল হেসে বলল, ‘আরে ভাই, এই পর্দা তো আমার কম্পিউটারের জন্য। কারণ আমার কম্পিউটারে ‘উইন্ডোজ’ আছে!’
এসইউ/এমএস
Advertisement