চলমান পরিস্থিতিতে কেন্দ্রীয় কমিটির নেতাদের মতামত গ্রহণ করছে বিএনপি। এরই অংশ হিসেবে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) থেকে তাদের ধারাবাহিক বৈঠক শুরু হয়।
Advertisement
বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দ্বিতীয় দিনের বৈঠক হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন বুধবার বিকেল সাড়ে তিনটায় জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক, সহ-সম্পাদকদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জাগো নিউজকে বলেন, অনেকদিন পরে শারীরিক উপস্থিতিতে নেতাকর্মীদের সভা হতে যাচ্ছে। স্বাভাবিকভাবে নেতাকর্মীরা উজ্জীবিত।
Advertisement
তিনি বলেন, আন্দোলন-সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধার, দেশনেত্রীর মুক্তি, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনসহ সার্বিক বিষয়ে আলোচনা হবে। সেখানে কেউ যদি উদ্ভাবনী প্রস্তাব দেন তা গ্রহণ করা হবে এটাই প্রত্যাশা। এই প্রত্যাশা কীভাবে আরও গতিশীল হবে সে বিষয়ে আলোচনা হবে। কেএইচ/জেডএইচ/এমএস