জাতীয়

পাইরেসির বিরুদ্ধে অভিযান চালানো হবে : তথ্যমন্ত্রী

চলচ্চিত্র জগতের পুনরুজ্জীবনের জন্য সারাদেশে ভিডিও পাইরেসির বিরুদ্ধে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। রোববার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)’র প্রযোজক সমিতি কার্যালয়ে চলচ্চিত্র প্রযোজকদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।তিনি বলেন, চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পাইরেসি সমস্যা মোকাবিলা, এফডিসিসহ সকল অঙ্গনে নির্মাণ ব্যয় কমিয়ে আনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার চলচ্চিত্রকে ‘শিল্প’ ঘোষণার ফলে নির্মাতাদের যে নতুন সুযোগ-সুবিধাগুলো পাওয়া প্রয়োজন তা নিশ্চিত করার ব্যবস্থা নেবে তথ্য মন্ত্রণালয়।পাইরেসি বন্ধে বহুমাত্রিক পদক্ষেপের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, পাইরেসির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সাথে সাথে নতুন মুক্তিপ্রাপ্ত বা মুক্তি পেতে যাচ্ছে এমন চলচ্চিত্রের পাইরেটেড কপি কোন ডিশ বা কেবল লাইন যদি প্রচার করে, তবে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।পাইরেসি সংক্রান্ত আইন হালনাগাদ করা এবং ইউটিউব বা কোন পোর্টালে যাতে চলচ্চিত্রের পাইরেটেড কপি প্রদর্শিত না হয়, এজন্য সংশ্লিষ্ট পোর্টালের কর্তৃপক্ষের সাথেও ঘনিষ্ঠ যোগাযোগ রাখার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।একই সাথে দর্শকদের স্বার্থে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিপ্লবের যুগে ডিজিটাল পদ্ধতিতে নির্মিত চলচ্চিত্র প্রেক্ষাগৃহগুলোতে ডিজিটাল পদ্ধতিতে প্রদর্শন করা উচিত বলে মন্তব্য করেন হাসানুল হক ইনু।প্রযোজক সমিতির নেতৃবৃন্দের মধ্যে নাসিরউদ্দিন দিলু, খোরশেদ আলম খসরু, কাজী হায়াৎ, আদিলুর রহমান লিটন, মো. ইকবাল হোসেন, শিল্পী সমিতির সভাপতি নায়ক শাকিব খান, পরিচালক সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান গুলজার এবং তথ্য মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Advertisement