তাঁরা দু’জনেই পেলে। এক জন আসল পেলে, এক নামে সবাই চেনে। কালো মানিক। অন্য জন সাদা পেলে। ব্রাজিলের এই দুই কিংবদন্তি ফুটবলার এবার একসঙ্গে ব্রাজিল ফুটবল ফেডারেশন থেকে দুর্নীতি মুছে ফেলার জন্য লড়াইয়ের ডাক দিলেন। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের প্রেসিডেন্ট মার্কো পোলো দেল নেরোর পদত্যাগ চেয়ে পাঠানো এক চিঠিতে স্বাক্ষর করেছেন এই দুই কিংবদন্তী মহাতারকা। আর্থিক তছরুপ ও ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে দেল নেরোর বিরুদ্ধে। ফিফা কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে পড়েছেন ব্রাজিল ফুটবল প্রধান। পাশাপাশি নেরোর তত্ত্বাবধানে ব্রাজিলের ফুটবল নিয়ামক সংস্থা যেভাবে কাজ করছে, তাতে খুশি নন সে দেশের সাবেক ফুটবলাররা। তাই তার পদত্যাগ দাবি করা হয়েছে। পেলে, জিকোসহ ব্রাজিলের ১২৫ জন সাবেক নামকরা ফুটবলার চিঠি দিয়ে এই দাবি তুলেছেন। নেরোর সঙ্গে সিবিএফের আরও কর্মকর্তার ওপর ক্ষোভ উগরে দিয়েছেন পেলেরা। ব্রাজিল ফুটবল ফেডারেশনে সম্পূর্ণ নতুন করে নির্বাচন চাইছেন তারা। অ্যাটর্নি জেনারেল ও ফেডারেল পুলিসকে চিঠি দিয়ে পেলেরা বলেছেন, ব্রাজিলের ফুটবলের গায়ে যারা কালির ছিটে দিয়েছে, দুর্নীতি করেছে, তাদের যেন ছেড়ে দেওয়া না হয়।দেল নেরোর অপসারণের সঙ্গে ফিফায়ও আমূল পরিবর্তণ চান পেলে-জিকোরা।আইএইচএস/এমএস
Advertisement