গত ২৪ ঘণ্টায় সারাদেশে টিকা নিয়েছেন আরও দুই লাখ ৯৬ হাজার ৮৬৬ জন। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন এক লাখ ৮৪ হাজার ৮০৩ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ১২ হাজার ৬৩ জন।
Advertisement
প্রথম ডোজের টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ৯৯ হাজার ৯৯১ জন ও নারী ৮৪ হাজার ৮১২ জন। দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ৬৩ হাজার ৪৩৮ জন ও নারী ৪৮ হাজার ৬২৫ জন।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ নিয়ে সারাদেশে মোট টিকাগ্রহীতার সংখ্যা দাঁড়ালো তিন কোটি ৫৪ লাখ ৫৫ হাজার ৯০৫ জন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকাগ্রহীতা দুই কোটি ১৩ লাখ ২৪ হাজার ১৮ জন ও দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতা এক কোটি ৪১ লাখ ৩১ হাজার ৮৮৭ জন।
Advertisement
এখন পর্যন্ত মোট নিবন্ধনকারীর সংখ্যা চার কোটি ১৬ লাখ ১৬ হাজার ৬৬৭ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে চার কোটি ১০ লাখ ৫২ হাজার ৩৬০ জন ও পাসপোর্টের মাধ্যমে পাঁচ লাখ ৬৪ হাজার ৩০৭ জন নিবন্ধন করেন।
চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।
এমইউ/বিএ/জিকেএস
Advertisement