সাহিত্য

বেড়ে ওঠা শৈশবের হৃদয়

উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতাঅনুবাদ ডা. বিএম আতিকুজ্জামান

Advertisement

এখন আমার হৃদয় লাফিয়ে ওঠে যখন দেখি আকাশে একটি রংধনু।জীবনের শুরুতেও আমার অনুভূতি ছিল একই।আর সে অনুভবেই বেড়ে ওঠা মানুষ আমি।

তাই আমি যখন বৃদ্ধ হবো,এগিয়ে যাবো জীবনের একেবারে শেষে,আমি রয়ে যাবো সেই শৈশবের বেড়ে ওঠা মানুয।

শৈশবের উষ্ণতায় ভরা আমার এ জীবন।জীবনের আগামী দিনগুলো কাটুককেবল শৈশবের ভালোলাগা প্রকৃতির পবিত্রতায়।

Advertisement

মূল কবিতা

My heart leaps up

William Wordsworth

My heart leaps up when I beholdA rainbow in the sky:So was it when my life began;So is it now I am a man;So be it when I shall grow old,Or let me die!The Child is father of the Man;And I could wish my days to beBound each to each by natural piety.

Advertisement

এইচআর/এমএস