করোনাভাইরাস শনাক্তে দেশে নমুনা পরীক্ষার সংখ্যা ৯৩ লাখ ছাড়িয়েছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৮০৬টি ল্যাবরেটরিতে ৩১ হাজার ৭২৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৯৩ লাখ তিন হাজার ৮৪৫টি।
Advertisement
সরকারি ল্যাবরেটরিতে ৬৮ লাখ ৭৪ হাজার ২৯২টি ও বেসরকারি ল্যাবরেটরিতে ২৪ লাখ ২৯ হাজার ৫৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬ দশমিক ৫৪ শতাংশ। যা ছয় মাসের মধ্যে সবচেয়ে কম। এর আগে গত ১৩ মার্চ শনাক্তের হার ছিল ৬ দশমিক ২৬ শতাংশ।
Advertisement
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে করোনা সংক্রমণ দেখা দেওয়ার পর ২০২০ সালের ফেব্রুয়ারি মাস থেকে দেশে করোনা শনাক্তে নমুনা পরীক্ষার শুরু হয়। শুরুর দিকে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) একটি মাত্র আরটিপিসিআর ল্যাবরেটরি দিয়ে নমুনা পরীক্ষার কাজ করা হয়।
পরে সরকারি-বেসরকারি পর্যায়ে সারাদেশে মোট ৮০৬টি ল্যাবরেটরি স্থাপিত হয়। এর মধ্যে ১৪৩টি আরটিপিসিআর, ৫৫টি জিন এক্সপার্ট ও ৬০৮টি র্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে নমুনা পরীক্ষা করা হচ্ছে।
এদিকে আকজের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ সংখ্যা গত ৯৯ দিনে সর্বনিম্ন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার সাতজনে।
একই সময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৭৪ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৪ হাজার ৪৪০ জনে।
Advertisement
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
এমইউ/বিএ/জিকেএস