রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার শিক্ষক নির্যাতন, অস্ত্র ও মাদক মামলার আসামি মেয়র মুক্তার আলীর ছেলে রাজু আহম্মেদকে মাদক মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
Advertisement
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নিজ বাড়ি পিয়াদাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন।
তিনি বলেন, গত ৬ জুলাই আড়ানী পৌর বাজারে মনোয়ার হোসেন মঞ্জু নামের এক কলেজ শিক্ষককে শারীরিকভাবে নির্যাতন এবং বাড়িঘর ভাঙচুর করে মেয়র মুক্তার। এ নিয়ে ওইদিন রাতেই ভুক্তভোগী শিক্ষক মামলা করেন। পরে রাত ১টায় পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে ৯৪ লাখ টাকা, সই করা চেক, আগ্নেয়াস্ত্র এবং মাদক উদ্ধার করে। ওই দিন আটক করা হয় তার স্ত্রী এবং দুই ভাতিজাকে। তবে মেয়র পলাতক ছিলেন।
Advertisement
ওসি বলেন, পরে ৯ জুলাই ভোর ৪টার দিকে পাবনার পাকশি এলাকা থেকে মুক্তার আলী ও তার শ্যালক রজন আলীকে গ্রেফতার করা হয়। এরপর মেয়রের বাড়িতে আবারো অভিযান চালিয়ে এক লাখ ৩২ হাজার টাকা, মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব ফারুক হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যকে ১২ জুলাই মেয়র মুক্তার আলীকে সাময়িক বরখাস্তের আদেশ দেয়া হয়। মুক্তার বর্তমানে কারাগারে। তবে তার ছেলে রাজু আহম্মেদ পলাতক ছিলেন। বাড়িতে অবস্থান গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকেও গ্রেফতার করা হয়।
এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল মাদক মামলায় পলাতক আসামি রাজু আহম্মেদকে গ্রেফতার করেছে। বর্তমানে সে পুলিশ হেফাজতে।
ফয়সাল আহমেদ/এএইচ/এমএস
Advertisement