রাজধানীর কামরাঙ্গীরচরে পানির বালতিতে পড়ে হাফিজা (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে কামরাঙ্গীরচরের পশ্চিম রসুলপুর এলাকার একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে।
Advertisement
অচেতন অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পাঁচটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর বাবা সুমন হোসেন জানান, স্ত্রী সুবর্ণা আক্তার বড় মেয়ে হাফসাকে (৪) খাবার খাওয়ানোর সময় ছোট মেয়ে একা একা হেঁটে বাথরুমের দিকে যায়। পরে বাথরুমের দরজা খোলা থাকায় বালতিতে পানি নাড়তে থাকলে বালতির মধ্যে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে বাথরুমে গিয়ে দেখি অচেতন অবস্থায় পানিতে পড়ে আছে হাফিজা। তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
Advertisement
কাজী আল আমিন/ইউএইচ/এমএস