করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। দেশের ছয় বিভাগে এই ৩৫ জনের মৃত্য হয়। এই সময়ে রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত্যু হয়নি।
Advertisement
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় যে ৩৫ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ঢাকা বিভাগের ১৫ জন, চট্টগ্রাম বিভাগের আটজন, রাজশাহী বিভাগের চারজন, খুলনা বিভাগের চারজন, বরিশাল এবং সিলেট বিভাগের দুজন করে রয়েছেন। অবশিষ্ট দুই বিভাগ রংপুর ও ময়মনসিংহে ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি।
এদিকে দেশে আরও ৩৫ জনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার সাতজনে। একই সময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৭৪ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৪ হাজার ৪৪০ জনে।
Advertisement
বিভাগীয় হিসাবে এ পর্যন্ত ঢাকা বিভাগে ১১ হাজার ৭৪৭ জন, চট্টগ্রামে পাঁচ হাজার ৪৬৮ জন, রাজশাহীতে এক হাজার ৯৯৭ জন, খুলনায় তিন হাজার ৫০৫ জন, বরিশালে ৯২২ জন, সিলেট বিভাগে এক হাজার ২১৮ জন, রংপুর বিভাগে এক হাজার ৩৩৩ এবং ময়মনসিংহ বিভাগে ৮১৭ জনের মৃত্যু হয়েছে।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
এমইউ/ইএ/এমএস
Advertisement