ক্যাম্পাস

শতভাগ টিকা নিশ্চিত হলেই খুলবে ইবি: উপাচার্য

শিক্ষার্থীদের শতভাগ টিকা নিশ্চিত হলেই ২৭ সেপ্টেম্বরের পর খুলবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।

Advertisement

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৩টায় ভিসি বাংলোতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এ কথা বলেন।

জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে কিছু নিদের্শনা দেওয়া হয়েছে। নিদের্শনার পর তাৎক্ষণিক সংবাদ সম্মেলন ডেকে উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম বলেন, ‘এক ডোজ হলেও শিক্ষার্থীদের শতভাগ টিকা নিশ্চিত হলেও ২৭ সেপ্টেম্বরের পর বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হবে। টিকা নিশ্চিতের পর দ্রুত সিন্ডিকেট বা একাডেমিক কাউন্সিলের সভা করে ক্যাম্পাস খোলার ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, যেসব শিক্ষার্থী এখনো প্রথমডোজ টিকা নেয়নি, আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে এনআইডি দিয়ে সুরক্ষা অ্যাপে তারা আবেদন করবে। যাদের এনআইডি কার্ড নেই তারা জন্মনিবন্ধন নম্বর দিয়ে ইউজিসির তৈরি বিশেষ অ্যাপে নিবন্ধন করবে। এরপর শিক্ষার্থীরা সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে পারবে। আগামী দুই দিনের মধ্যে ইউজিসি অ্যাপ তৈরি করবে। নিবন্ধনের পর মেসেজ না পেলেও সংশ্লিষ্ট কেন্দ্রে কার্ড নিয়ে গেলে টিকা নিতে পারবে শিক্ষার্থীরা।

Advertisement

এরপরেও টিকা নিতে জটিলতার সৃষ্টি হলে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে টিকা দেয়ার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, জনসংযোগ অফিস প্রধান আতাউল হক, ইবি প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

রায়হান মাহবুব/এএইচ/এমএস

Advertisement