জাগো জবস

সফল নারী উদ্যোক্তা জেমির গল্প

কী নেই এ উদ্যোক্তার? তার কথা শুনে মনে হচ্ছে—এ যেন ‘একের মধ্যে অনেক’। তার উদ্যোগে কর্মসংস্থান হয়েছে বহু মানুষের। স্বাবলম্বী হয়েছেন অনেকেই। বলছিলাম উদ্যোক্তা, ফ্যাশন ডিজাইনার, মেকআপ শিল্পী ও ভ্রমণপিপাসু ফাহিমা ইয়াসমিন জেমির কথা।

Advertisement

গল্পে গল্পে জানা যায়, ফ্যাশন ডিজাইন আর মেকআপের সঙ্গে জেমির সংখ্যতা বহুদিনের। তার রান্নার প্রতিও আকর্ষণ অনেক। ‘বায়ার্স’ নামে একটি রেস্টুরেন্টও আছে তার। পাশাপাশি যুক্ত আছেন বিভিন্ন কাজের সঙ্গে। আসল কথাই তো বলা হয়নি, ‘সুপার কার সনি’ নামে গাড়ির কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের ভূমিকা পালন করছেন তিনি।

এ যেন আমাদের দেশের এক নারীর স্বপ্নযাত্রার গল্প! জেমি তার উদ্যোগগুলো সম্পর্কে বলেন, ‘কোলাহলপূর্ণ জনবহুল শহরে এখন যাতায়াতের অন্যতম মাধ্যম গাড়ি। দেশজুড়ে সবার যাতায়াতের সুবিধার্থে সুপার কার সনি অত্যন্ত সুলভ মূল্যে সবাইকে গাড়ি কেনার সুযোগ দিচ্ছে । প্রতিষ্ঠানটি রিকন্ডিশন্ড উচ্চশ্রেণির যানবাহন আমদানি করে থাকে।’

তিনি বলেন, ‘আমাদের কোম্পানি থেকে বিক্রিত প্রতিটি যানবাহন পেয়েছে ক্রেতা সন্তুষ্টি। আমাদের গাড়ির কোয়ালিটি এবং কোম্পানির সেবা সবাইকে মুগ্ধ করে চলেছে। বর্তমানে ঢাকা থেকে এর কার্যক্রম পরিচালনা করছি।’

Advertisement

ভ্রমণপিপাসু এ নারী পছন্দ করেন দেশ-বিদেশ ঘুরতে। বিভিন্ন স্থানে গিয়ে তৈরি করেন ভ্রমণ ভ্লগ। পরে নিজস্ব ইউটিউব চ্যানেলে আপলোড করেন। ব্লগার, লাইভ প্রেজেন্টার, মেকআপ আর্টিস্টসহ এতসব বিশেষণের পাশাপাশি তিনি একজন সফল নারী ব্যবসায়ী।

কর্মজীবনে তিনি । প্রথমে কিছু কাজের মাধ্যমে উৎসাহ পেতে থাকেন। পরে ধীরে ধীরে অনেক ট্রেনিং করতে শুরু করেন। এছাড়াও ইন্টারন্যাশনাল কোর্স, তারপর সেগুলো নিয়ে চর্চা। সর্বোপরি নিজ থেকে কিছু করার চেষ্টা করেন। দেশের অনেক কোম্পানিতে তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর, বিউটি ব্লগার ও ফ্যাশন ব্লগার হিসেবে কাজ করছেন।

বহু গুণে গুণান্বিত মানুষটি সাংস্কৃতিক অঙ্গনেও কম পটু নন! গানের প্রতি তার দুর্বলতা আছে। ছোটবেলায় ক্লাসিক্যাল এবং ওয়েস্টার্ন ডান্সের ট্রেনিংও নিয়েছেন। বাফা আর ছায়ানটের নৃত্যশিল্পী ছিলেন। অংশগ্রহণ করেছেন অনেক অনুষ্ঠানে।

জেমি জাগো নিউজকে বলেন, ‘গানের প্রতি আর্কষণটা রয়ে যাওয়ায় নতুন করে শিখছি। শিগগিরই আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন নতুন কোনো চমক!’

Advertisement

সফল এ নারী উদ্যোক্তা বলেন, ‘আমার স্বপ্ন আরও বেশি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করার। সবাই দোয়া করবেন আমার উদ্যোগগুলোর জন্য।’

এসইউ/এএসএম