দেশজুড়ে

খুলনায় কমেছে মৃত্যু-শনাক্ত

খুলনায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিভাগে চার জনের মৃত্যু হয়েছে। এ সময় শনাক্ত হয়েছে ১১৬ জন।

Advertisement

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার (১৩ সেপ্টেম্বর) বিভাগে করোনায় সাতজনের মৃত্যু এবং ১৩০ জনের শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়ায় তিন ও নড়াইলে একজন মারা গেছেন।

Advertisement

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট একলাখ ১০ হাজার ৯৮৬ জন শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩ হাজার ৯০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩ হাজার ৩৬৫ জন।

আলমগীর হান্নান/এএইচ/এএসএম