ময়মনসিংহের নান্দাইলে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নুরুল ইসলাম (৬৫) নামে এক শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে।
Advertisement
সোমবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ভুক্তভোগীর শিশুর বাবা বাদী হয়ে এ মামলা করেন। অভিযুক্ত নুরুল ইসলাম উপজেলার আচারগাঁও ইউপির সিংদই গ্রামের বাসিন্দা। তিনি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার এলাহী নেওয়াজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, ৫ সেপ্টেম্বর বাড়িতে কেউ না থাকায় নুরুল ইসলাম মাস্টার ঘরে ঢুকে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন। সে কান্নাকাটি শুরু করলে তাকে আমড়া খাওয়াবে বলে নুরুল ইসলাম চলে যান।
শিশুর বাবা রোববার (১২ সেপ্টেম্বর) রাতে নুরুল ইসলাম মাস্টারের বাড়িতে ও স্থানীয় মাতব্বরদের বিষয়টি জানালেও কেউ গুরুত্ব দেননি। এ ঘটনায় এলাকায় জানাজানি হলে নুরুল ইসলাম মাস্টারের চাচাতো ভাই হারিছ, ভাতিজা আমিনুল, সাবেক মেম্বার আ. রশিদ এসে শিশুর বাবাকে প্রথমে ৩ হাজার পরে ৫ হাজার টাকা দিয়ে চুপ থাকতে বলেন।
Advertisement
এদিকে, ওই শিশুর শারীরিক অবস্থা খারাপ হতে থাকলে সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তার পরিবার। কর্তব্যরত চিকিৎসক বিষয়টি বুজতে পেরে নান্দাইল থানায় জানান। পরে পুলিশ হাসপাতালে গিয়ে ওই শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ওই দিন রাত ১১টার দিকে ওই শিশুর বাবা নান্দাইল থানায় মামলা করেন।
নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুর রহমান বলেন, ওই শিশুকে আজ (মঙ্গলবার) সকালে ফরেনসিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। মামলার অভিযুক্ত আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।
মঞ্জুরুল ইসলাম/এসজে/এএসএম
Advertisement