দেশজুড়ে

বন্ধুদের সঙ্গে গোসলে গিয়ে সেতু থেকে লাফ, তারপর মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে গোসল করতে গিয়ে সেতু থেকে লাফ দিয়ে নবম শ্রেণির ছাত্র শান্ত খানের মৃত্যু হয়েছে।

Advertisement

শান্ত মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের নতুন কহেলা গ্রামের শফিনুর রহমান খানের ছেলে। ধামরাই উপজেলার রাজাপুর কহেলা বাহারাম মল্লিক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। সোমবার বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

এলাকাবাসী জানায়, শান্ত খান তার চার বন্ধু আলিফ, আনাম, বিবেক ও নাদিমের সঙ্গে লৌহজং নদীর পার্শ্ববর্তী চর রাজাপুর এলাকায় গোসল করতে যান। একপর্যায় সব বন্ধুরা সেতু থেকে লাফিয়ে পানিতে পড়ে গোসল করার সিদ্ধান্ত নেন। শান্ত খানও সেতু থেকে লাফিয়ে পানিতে পড়েন। শান্ত পানিতে পড়ে হাত দিয়ে কিছু একটা ইশারা করে তলিয়ে যান। এ দৃশ্য দেখে বন্ধুরা সেতু থেকে আর লাফ না দিয়ে নদীতে তাকে খুঁজতে থাকে। পরে স্বজনদের জানালে তারা ফায়ার সার্ভিসে অবগত করেন। মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে বিকেলে শান্তর মরদেহ উদ্ধার করে। 

উয়ার্শী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন খান শান্তর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Advertisement

এস এম এরশাদ/জেডএইচ/