দেশজুড়ে

চালের বস্তায় ফেনসিডিল, মাদক কারবারি গ্রেফতার

নওগাঁর মহাদেবপুরে চালের বস্তা থেকে ৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব। এসময় মামুন রেজা (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

Advertisement

সোমবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার নজীপুর আখড়া এলাকায় মেসার্স বিসমিল্লাহ অটোরাইস মিলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটক মামুন রেজা জেলার ধামইরহাট উপজেলার রাঙ্গামাটি বাজার মোল্লাপাড়া এলাকার আব্দুল গফফারের ছেলে।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার তৌকির বলেন, গোপন সংবাদে জানা যায়, একটি পরিবহনে করে ঢাকার উদ্দেশ্যে মাদক যাচ্ছে। এমন সংবাদে মহাদেবপুর উপজেলার নজীপুর আখড়া এলাকায় মেসার্স বিসমিল্লাহ অটোরাইস মিলের সামনের রাস্তায় অবস্থান নেন র‌্যাবের সদস্যরা। এসময় জেলার পত্নীতলার নজীপুর থেকে ঢাকাগামী আল নাফি পরিবহনে তল্লাশি করার সময় বাক্সের মধ্যে চালের বস্তার ভেতর থেকে ৯২ বোতল ফেনসিডিল ও ২০ কেজি চাল জব্দ করা হয়।

Advertisement

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মামুন দীর্ঘদিন ধরে ফেনসিডিল সংগ্রহ করে নওগাঁসহ বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারির নিকট সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

আব্বাস আলী/জেডএইচ/