করোনভাইরাসের সংক্রমণ কমায় সাংগঠনিক কার্যক্রমে ফিরছে বিএনপি। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) থেকে দলটির কেন্দ্রীয় নেতাদের ধারাবাহিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
Advertisement
বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জাগো নিউজকে বলেন, ‘মঙ্গলবার বিকেল সাড়ে তিনটা থেকে ধারাবাহিকভাবে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।’
বৈঠকের প্রত্যাশা সম্পর্কে জানতে চাইলে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘অনেকদিন পর শারীরিক উপস্থিতিতে নেতাকর্মীদের সভা হতে যাচ্ছে, স্বাভাবিকভাবে নেতাকর্মীরা উজ্জীবিত। দলের সর্বোচ্চপর্যায় থেকে যদি আমন্ত্রণ আসলে সবাই খুশি হন।’
তিনি বলেন, ‘আন্দোলন-সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধার, দেশনেত্রীর মুক্তি, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন সার্বিক বিষয়ে আলোচনা হবে। সেখানে কেউ যদি উদ্ভাবনী প্রস্তাব দেযন, তা গ্রহণ করা হবে; এটাই প্রত্যাশা। সংগঠন কীভাবে আরও গতিশীল হবে, সে বিষয়ে আলোচনা হবে।’
Advertisement
ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘করোনা সংক্রমণ কম থাকায় অনেকদিন পর একসঙ্গে বসার সুযোগ হচ্ছে। সার্বিক বিষয় নিয়ে নেতারা মতামত দিবেন।’
স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত বৈঠক করার কথা। নানা পরিস্থিতিতে আমাদের নেতাকর্মীদের সঙ্গে দেখা-সাক্ষাৎ হয় না। বর্তমান-অতীত সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এখন আমাদের পথ চলতে হবে। পথ চলতে হলে, নেতাকর্মীদের সঙ্গে আলাপ করতে হয়। কোন পথে চললে গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারবো, সেই বিষয়ে মতবিনিময় হবে।’
কেএইচ/এএএইচ/এমএস
Advertisement