আন্তর্জাতিক

বিচারের মুখে আইএমএফ প্রধান

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টিনে ল্যাগার্ডেকে ফ্রান্সের একটি আদালতে বিচারের মুখোমুখি হতে হচ্ছে। ২০০৮ সালে এক ব্যবসায়ীকে ৪০ কোটি ইউরো ক্ষতিপূরণ পরিশোধে অবহেলার অভিযোগে বৃহস্পতিবার তাকে বিচারের মুখোমুখি হওয়ার আদেশ দেন ফরাসি আদালত। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়। নিকোলাস সারকোজি সরকারে থাকাকালীন ল্যাগার্ডে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। সে সময় ব্যবসায়ী বার্নার্ড টাপিকে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান বিক্রির কারণে ওই ক্ষতিপূরণ দেওয়া হয়। বার্নার্ড টাপি ২০০৭ সালে প্রেসিডেন্ট নির্বাচনে সারকোজিকে সহায়তা করেছিলেন। তিনি ১৯৯৩ সালে বিক্রি হয়ে যাওয়া খেলাধুলার পণ্য সামগ্রী এডিডাস কোম্পানির বড় অংশীদার ছিলেন। এ ঘটনায় লগার্ডের বিরুদ্ধে অভিযোগ আনাকে ‘অচিন্তনীয়’ আখ্যা দিয়েছেন তার আইনজীবী। আদালতের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আইএমএফ প্রধান আপিল করবেন বলে জানিয়েছেন তিনি। অভিযোগ প্রমাণিত হলে ল্যাগার্ডেকে এক বছরের কারাদণ্ড দেওয়া হতে পারে।আইএমএফের আগের ব্যবস্থাপনা পরিচালক ডমিনিক স্ট্রস-কানও ছিলেন ফরাসি। হোটেল কর্মীকে যৌন নিপীড়নের অভিযোগে নিউ ইয়র্কে গ্রেপ্তার হওয়ার পর আইএমএফ প্রধানের পদ থেকে সরে গিয়েছিলেন তিনি।জেডএইচ/পিআর

Advertisement