জাতীয়

যাত্রী হয়রানি-ভাড়া নৈরাজ্য বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি

গণপরিবহনে যাত্রী হয়রানি ও ভাড়া নৈরাজ্য বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ দাবিতে ‘যাত্রী হয়রানি ও ভাড়া নৈরাজ্য বন্ধে কার্যকর পদক্ষেপ চাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Advertisement

সভায় যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, দীর্ঘ লকডাউন শেষে গণপরিবহন চালু হয়েছে। এখন গণপরিবহনে যাত্রী হয়রানি ও ভাড়া নৈরাজ্য চরমে পৌঁছেছে। তাই এখনই ব্যবস্থা গ্রহণের জন্য পরিবহন মালিক-শ্রমিক সংগঠন ও সরকারের সংশ্লিষ্টদের হস্তক্ষেপ করতে হবে।

‘যাত্রী অধিকার দিবস’ উপলক্ষে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এ আলোচনা সভার আয়োজন করে। গণপরিবহনে যাত্রী হয়রানি, ভাড়া নৈরাজ্য, বিশৃঙ্খলা, অরাজকতা, সড়কে দুর্ঘটনা, অন্যায্য ও অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের বিরুদ্ধে দাবি আদায়ের প্রতীকি দিবস হিসেবে দেশে তৃতীয়বারের মতো যাত্রী অধিকার দিবস পালন করা হচ্ছে।

এমএমএ/ইউএইচ/এএসএম

Advertisement