দেশজুড়ে

ফেনীতে কমছে করোনা বেড়েছে ডেঙ্গু

করোনার প্রাদুর্ভাব কিছুটা কমেছে। কিন্তু তাতে স্বস্তি মেলেনি ফেনীবাসীর। জেলায় এবার বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগীর সংখ্যা।

Advertisement

জানা যায়, গত এক সপ্তাহে জেলায় অন্তত ২২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। যাদের মাঝে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৫ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ফেনী জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে গত এক সপ্তাহে ৩৩০ জনের ডেঙ্গু পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ২২ জন ডেঙ্গু আক্রান্ত পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে ফেনী জেনারেল হাসপাতালে ১২ জন এবং ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন চিতিৎসাধীন আছেন।

ফেনী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী জানান, হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে চারজনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। তাই সবাইকে স্বাস্থ্য সচেতন থাকতে অনুরোধ জানান তিনি।

Advertisement

এদিকে ফেনী জেনারেল হাসপাতালে নিম্নমুখী হচ্ছে করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় চিকিৎসাধীন অবস্থায় দুইজন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন ৭১ জন। তাদের মধ্যে ২৫ জন করোনা আক্রান্ত এবং ৪৬ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।

নুর উল্লাহ কায়সারে/এফআরএম/জেআইএম